বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার পর বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তাকে তাদের আটক করা হয়েছে।
বিএনপি ও সাংবাদিক নেতা কাদের গণি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গয়েশ্বর চন্দ্র রায়কে ধোলাইখাল এলাকা থেকে এবং আমানউল্লাহ আমানকে উত্তরা থেকে আটক করা হয়েছে।
এদিকে ধোলাইখালে গুলিবিদ্ধ হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এই দাবি করেছেন।
ফেসবুক লাইভে নিপুণ রায় দাবি করেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অতর্কিতভাবে হামলা চালায় পুলিশ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ হয়েছেন। অনেক নেতাকর্মী আহত হয়েছেন। একজন মুক্তিযোদ্ধার রক্ত কখনো বৃথা যেতে পারে না।’
এদিকে প্রায় ৩০ মিনিট ধরে আমানউল্লাহ আমানকে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। তাদের টানা-হেচড়ার এক পর্যায়ে আমান অসুস্থ হয়ে সড়কে পড়ে যান। তখন তাকে ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে শুক্রবার নয়া পল্টনের মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা করে বিএনপি।
শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি প্রবেশপথ উত্তরা, গাবতলী, নয়াবাজার ও যাত্রাবাড়ীর দনিয়ায় পাঁচ ঘণ্টার এ কর্মসূচি পালন করছে দলটি।