সংসদ বিলুপ্ত ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টন মোড়ে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া পন্থীরা)।
রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি প্রতি সংহতি জানিয়ে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় প্রীতম জামান টাওয়ার থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ সরকারের পদত্যাগ ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ আন্দোলনে গণঅধিকার বরাবরের মতো মাঠে থাকবে, সমর্থের সবটুকু শক্তি দিয়ে রাজপথে লড়াই করবে।
গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন, আজকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারের তাণ্ডব আজ সারা বিশ্ববাসী দেখেছে।
যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, দলমত ভুলে সকলে রাজপথে নেমে আসুন। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না আমরা, ইনশাআল্লাহ। প্রয়োজনে ঢাকাবাসী যার বাসার সামনে দাঁড়িয়ে আন্দোলন করুন, আপনার ভোটাধিকার আপনিই পুনরুদ্ধার করুন।
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পলাশ, আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা, শামসুদ্দিন। গণঅধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজিসহ আরো অনেকে।