আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা যদিও নেই, তবে বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে। ফিটনেস ক্যাম্প দিয়েই শুরু হচ্ছে প্রস্তুতি। এরপর আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এশিয়া কাপের প্রাথমিক দল।
রোববার মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে এমন তথ্য জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখবো খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে।’
সোমবার থেকে শুরু এই ক্যাম্পে থাকবেন ৩২ জন ক্রিকেটার। মিরপুরে তিন দিনের এই ক্যাম্প শেষে ৩ আগস্ট ইয়ো ইয়ো টেস্ট নেয়া হবে তাদের। সেখান থেকে ২১ বা ২২ জনকে নিয়ে স্কিল ক্যাম্প শুরু হবে আগামী ৮ আগস্ট।
এরপর নিজেদের পরিকল্পনা সম্পর্কে নান্নু বলেন, ‘আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওদের ইয়ো ইয়ো টেস্ট করার পর পর স্কিল অনুশীলন শুরু হবে ৮ তারিখ। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরা স্কিল অনুশীলন করবে এশিয়া কাপের জন্য।’
তবে এই ৩২ জনের নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান নির্বাচক। বলেন, ‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না, এটা আমাদের মধ্যেই থাকবে। এখানে তিনটা সংস্করণের অনুশীলন হচ্ছে একসাথে। বাংলা টাইগার্স অনুশীলন করছে, এইচপিও অনুশীলন করছে। এখান থেকেই ৩২ জনকে নিয়েছি।’
এদিকে দলের সাথে নেই তামিম ইকবাল। চোট সারাতে ইংল্যান্ডে আছেন তিনি। তার জন্য বিসিবির কী পরিকল্পনা? এই সম্পর্কে নান্নু বলেন, ‘মেডিক্যাল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি, একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’
দলের সাথে নেই আরো একাধিক ক্রিকেটার। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, লিটন দাস, আফিফ হোসেনরা আছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে। তাসকিন, মুশফিক অবশ্য ফিরছেন জিম-আফ্রো টি-১০ লিগ শেষে। ফিটনেস ক্যাম্পে তাদের না পাওয়া গেলেও খেলার মাঝে থাকায় বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন নান্নু।