গতকাল সোমবার লংকান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গল টাইটান্স ও ডাম্বুলা অরা। গলের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে সাকিবের গল। পরে ডাম্বুলার ব্যাটিংয়ের সময় কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ।
ক্রিজে তখন ব্যাট করছিলেন ডাম্বুলার ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল পেরেরা। সাপ ঢোকার কারণে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। পরে সাপটি এমনিতেই মাঠের বাইরে চলে যায়। এরপর আবার খেলা শুরু হয়। মাঠে সাপ ঢোকার সেই ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে শ্রীলংকার ক্রিকেট বোর্ড।
টুইট করে দীনেশ কার্তিক লিখেন, ‘নাগিন ফিরে এসেছে। ভাবলাম বাংলাদেশে।’ এই টুইটের মাধ্যমে, কার্তিক বাংলাদেশ ক্রিকেট দলের আইকনিক নাগিন ডান্সের মজা উড়িয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে কীভাবে তিনি নিদাহাস ট্রফি ২০১৮-তে তাদের সেলিব্রেশনটিকে খারাপ করে দিয়েছিলেন।
২০১৮ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১৬৭ রান তাড়া করার সময়, ভারত পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল, কিন্তু দীনেশ কার্তিক ৮ বলে ২৯ রান করে টিম ইন্ডিয়াকে জয়ী করেছিলেন। তবে এদিনে কার্তিকের করা পোস্টটি বেশ ভাইরাল হয়ে যায়।
গতকাল প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে গলে। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে সমান রান তোলে ডাম্বুলাও। পরে সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে ১০ রানের লক্ষ্য দেয় প্রথমে ব্যাট করা ডাম্বুলা। জবাব দিতে নেমে ৩ বলেই জয় তুলে নেয় সাকিবের গলে।
এদিন ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতে ২ ছক্কা ও ১ চারে করেন ২৩ রান। বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি।