ঘোষণার পর থেকেই তুমুল আলোচনায় ছিল ৮৩ কোটি টাকা বাজেটের সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের সিনেমাও এটি। পাশাপাশি এতে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় বেশ ক’জন তারকা। এত বড় পরিসরে এই সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।
তবে প্রথম গান দিয়ে খুব একটা আশা জাগাতে পারেনি জাজ মাল্টিমিডিয়ার ‘এমআর-৯’। গেল বৃহস্পতিবার রাতে অন্তর্জালে উন্মুক্ত করা হয় এর প্রথম গান ‘নিউ ডে ইজ কামিং’। এতে ইংরেজি-বাংলার সমন্বয় করা হয়েছে। কণ্ঠ দিয়েছেন বিফল্ট ও কাব্য কৃতি। এর কথা ও মিউজিক করেছেন ব্র্যান্ডন ফ্রেঙ্কিল, রয় বাচবিন্দর ও কাব্য কৃতি। আর মিউজিক মাস্টারিংয়ে ছিলেন জেনিয়া লেন ও গ্র্যামিজয়ী রিকি কেজ।
উল্লেখ্য, গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯’। এটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। প্রায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমায় মাসুদ রানা হয়েছেন এবিএম সুমন। তার সঙ্গে আছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এ ছাড়া বাংলাদেশ থেকে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি। মার্কিন শিল্পীদের তালিকায় আছেন মাইকেল জে হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ।
জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘এমআর-৯’। এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনোমটি প্রযোজনা করেছে।