করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই যেন থামছে না মৃত্যুর মিছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে।
ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।
বর্তমানে করোনাভাইরাস নিয়ে সবচেয়ে আতঙ্কের মধ্যে আছে ইতালি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫০ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার চীনে আরো ১৩ জন মারা গেছেন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ১৮৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ জন । এর মধ্যে মোট ৬৫ হাজার ৫৪৩ জন রোগী সুস্থ হয়েছেন।
ইরানে মোট ১১ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৯ জন।
দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটিতে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন আট হাজার ৮৬ জন।
স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৩ জন। আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২৩২ জন। সুস্থ হয়েছেন ১৯৩ জন।
এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে ৭৯, আমেরিকায় ৫০, সুইজারল্যান্ডে ১১, জার্মানিতে ৮, নরওয়ে ১, সুইডেনে ১, নেদারল্যান্ডে ১০, যুক্তরাজ্যে ১১, জাপানে ২১, ইরাকে ৭, বেলজিয়ামে ৩, অস্ট্রেলিয়ায় ৩, অস্ট্রিয়ায় ১, কানাডায় ১, গ্রিসে ১, হংকংয়ে ৪, ইরাকে ৯, মিশরে ২, আয়ারল্যান্ডে ১, ভারতে ২, স্যান ম্যারিনোতে ৫, লেবাননে ৩, থাইল্যান্ডে ১, ইন্দোনেশিয়ায় ৪, পোল্যান্ডে ২, ফিলিপাইনে ৬, তাইওয়ানে ১, লুক্সেমবার্গে ১, আর্জেন্টিনায় ২, আলবেনিয়ায় ১, বুলগেরিয়ায় ১, পানামায় ১, আলজেরিয়ায় ২, ইকুয়েডরে ১, মরোক্কোয় ১, ইউক্রেইনে ১, গিয়ানায় ১, সুদানে ১ ও আজারবাইজানে ১ জন মারা গেছেন।
সূত্র : আলজাজিরা / রয়টার্স