শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাতে ৫ জনের মৃত্যু চিন্ময় কৃষ্ণসহ ইসকনসংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন হবে : মাহফুজ আলম কারিকুলামে যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের স্মৃতি কলকাতায় বাংলাদেশি কনস্যুলেট ঘেরাওয়ের চেষ্টা, সংঘর্ষে আহত পুলিশ চলমান অস্থিরতার পেছনে ‘উদ্দেশ্যমূলক ইন্ধন’ দেখছে সেনাবাহিনী জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির বিচারপতিকে ডিম ছুড়ে মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি ও তাদের সমর্থন নেই। কারণ লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।’

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশের সর্বনাশ করা ছাড়া কোনো কিছুই করতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকারে এবং পেছনে টেনে নিয়ে যাবে। দেশবাসীকে বলব, বিএনপিকে বিশ্বাস করবেন না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে চায়, দেশের মানুষের কোনো উন্নতি করেনি তারা, শুধু নিজেদের উন্নতি করেছে। দু্ই হাতে লুটপাট করেছে। এ জন্যই এখন লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করতেছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যখন বাংলাদেশ উন্নয়ন হয়েছে, তারা এখন সরকার উৎখাত করতে চায়। তার মানে কি তারা আবার দেশকে পিছিয়ে নিতে চায়! আমরা দেশকে বিএনপির মতো দেশকে পিছিয়ে নিইনি। ওরা আবার আসলে ভাতা বন্ধ করে দেবে, বিআরটিসি বন্ধ, কমিউনিটি ক্লিনিক চিকিৎসা বন্ধ করে দেবে।’

বিএনপির এক দফা আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘এক দফা আন্দোলেন করছে বিএনপি, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। কী অপরাধ আমাদের? বিএনপি ক্ষমতায় আসার পরে কত মৃত্যু-হত্যা-লাশ-গুম কত ঘটনা ঘটেছে। ৯১-তে যখন বিএনপি ক্ষমতায় আসল, কী দিতে পেরেছিলো মানুষকে?’

শেখ হাসিনা বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। তাদের কাছে প্রশ্ন, আজকে বিএনপি জামায়াতের এত আন্দোলন কেন? তখন খালেদা জিয়া বলেছিল, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই! আমি জানতে চাই, পাগল আর শিশু তারা পেয়েছে কী না?’

১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া ১৫ আগস্টের হত্যার সঙ্গে জড়িত ছিল। এজন্যই ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তারা (বিএনপি) বঙ্গবন্ধুর খুনিদের নমিনেশন দেয়। এই যে হত্যাকাণ্ড তাদের যে পুরস্কৃত করল কীভাবে? ১৫ ফেব্রুয়ারির নির্বাচন মেনে নিইনি, ৩০ মার্চ বাধ্য হয় পদত্যাগ করতে। তারা পদত্যাগ করতে বাধ্য, কারণ তারা জনগণের ভোট চুরি করেছিল। যারা জনগণের ভোট চুরি করে তারা কোন মুখে নির্বাচন নিয়ে কথা বলে?’

শেখ হাসিনা বলেন, ‘রক্ত যাদের হাতে, তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে? যার হাত সেনাবাহিনীর রক্তে রঞ্জিত, সাধারণ মানুষের রক্তে রঞ্জিত, তারা কীভাবে গণতন্ত্রের কথা বলে? ভোট চুরি করেছে, স্বৈরতন্ত্রের মাধ্যমে যাদের জন্ম তারা কীভাবে গণতন্ত্রের কথা বলে? এরা আসলে গণতন্ত্র থাকতে দেবে না।’

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের বর্ণনা দিয়ে দলের সভাপতি বলেন, ‘বিএনপি জামায়াতের অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ, খালেদা জিয়া যে সাজাপ্রাপ্ত আসামি, এটা আমাদের করা মামলা না। তাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় করা মামলা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com