আস্থার প্রতিদান দিলেন বেলিংহাম, রাখলেন রিয়াল মাদ্রিদের ভরসার মান। সেই সাথে নিজের নামের মূল্যায়ন করলেন এই ইংলিশ মিডফিল্ডার, লস ব্লাঙ্কোজদের হয়ে অভিষেক ম্যাচেই পেয়েছেন গোলের দেখা, জিতেয়েছেন দলকেও। যেন স্বপ্নের মতো অভিষেক, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।
শনিবার সান মেমস বারিয়াতে আথলেটিকো বিলাবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় ২-০ গোলে। লা লিগায় এবারের আসরের শুভ সূচনা হলো কার্লো আনচেলত্তির দলের। দলের হয়ে অন্য গোলটা করেন রদ্রিগো গোয়েস।
বিলবাওয়ের মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। গোলের জন্যেও অপেক্ষা দীর্ঘ হয়নি। ২৮ মিনিটেই এগিয়ে যায় তারা। গত মৌসুমে দারুণ খেলা রদ্রিগোর পায়েই আসে মৌসুমের প্রথম গোল। দানি কার্ভাহালের পাস থেলে বল বিলবাওয়ের জালে ঠেলে দিয়েই উল্লাসে মাতেন এই ব্রাজিলিয়ান।
গোলের পর আরো ক্ষুরধার হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। আক্রমণের ঢেউ তোলে বিলবাওয়ের গোলমুখে। তাতে দ্রুতই চলে আসে দ্বিতীয় গোল। ভিনিসিউসের শট বিলবাও গোলরক্ষল সিমন ঠেকিয়ে দিলেও কর্নার পায় রিয়াল।
বাম প্রান্ত থেকে ডেভিড আলাবার নেয়া কর্নার কিক থেকে বল পান ডি বক্সে অরক্ষিত থাকা বেলিংহাম। বুলেটগতিতে সেই বল জালে জড়াতে ভুল করেননি তিনি। ফলে রিয়াল মাদ্রিদের জার্সিতে লিগ অভিষেকেই গোল পেলেন ১৯ বছর বয়সী ইংলিশ তারকা।
একের পর এক আক্রমণে প্রথমার্ধটা নিজেদের করে নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মিলিতাও। তার বদলে মাঠে নামেন আন্তোনিও রুডিগার। এগিয়ে থাকায় রিয়ালও কিছুটা গা বাঁচিয়ে খেলতে থাকে।
এই সুযোগে অবশ্য লস ব্লাঙ্কোদের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে বিলবাও। তবে গোল পাওয়া হয়নি। আর গোল পায়নি রিয়াল মাদ্রিদও। ফলে ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।