চলতি সপ্তাহে বড় দুইটি দুঃসংবাদ পেল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বুধবার অনুশীলনের সময় লিগামেন্টের মারাত্মক চোটে পড়েন দলটির গোলকিপার থিবো কুর্তোয়া। এবার একই দুর্ভাগ্য দলটির সেন্ট্রাল ডিফেন্ডার এদার মিলিতাওয়ের।
গতকাল শনিবার অ্যাথলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মিলিতাও। পরে হাঁটু চেপে ধরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ভয় পাচ্ছিলেন মারাত্মক কিছুই ঘটতে চলেছে, সেটিই হলো।
এখন মিলিতাওকে ছাড়াই নতুন মৌসুমের পরিকল্পনা করতে হবে রিয়ালকে। ধারণা করা হচ্ছে, ৬ মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। কোচ আনচেলত্তির জন্য এটি বড় ধাক্কাই। প্রথম পছন্দের গোলরক্ষকের পর এবার ইনজুরিতে আক্রান্ত প্রথম পছন্দের সেন্ট্রাল ডিফেন্ডার। নতুন কোনো সেন্টার ব্যাকের খোঁজে এখন দলবদলের বাজারে সক্রিয় হতে পারে রিয়াল।
এর আগে, মৌসুম শুরুর দুই দিন আগেই চোটে পড়েন কুর্তোয়া। গণমাধ্যমের খবর, আগামী এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। এমনকি মৌসুম শেষ হওয়ারও সম্ভাবনা আছে। কুর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের গোলবার সামলানোর দায়িত্ব গিয়ে পড়েছে আন্দ্রে লুনিনের ওপর।