নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই খবর পেয়ে রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করে সন্ধ্যা পর থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় তারা কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন।
মির্জা আব্বাস বলেন, সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে তাকেই গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতা-কর্মীদের পেছনে লেগে আছে।
আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।
নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, এখনো সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।