ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো এক মাসব্যাপী হওয়া মেয়েদের বিশ্বকাপের। আজ রোববার অল ইউরোপিয়ান ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আয়োজনে সফল একটি বিশ্বকাপ দেখল ফুটবলবিশ্ব। অন্যান্য সব আসরের রেকর্ড ভেঙে দর্শক উপস্থিতিতে আসরটি গড়েছে নতুন রেকর্ড।
২০২২ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে ইংল্যান্ড। গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হয়ে থাকা মেরি আর্পসের হাতে উঠেছিল সেরা গোলরক্ষকের পুরস্কার। আজ বিশ্বকাপের ফাইনালেও দারুণ সব সেভ করেছেন ৩০ বছরের আর্পস। ইংল্যান্ডকে ফাইনালে তুলতেও ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপারের ছিল অগ্রগামী ভূমিকা। যার পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস উঠেছে তার হাতে।
এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় জাপান। তবে সেই যাত্রা পর্যন্ত গোলমুখে অপ্রতিরোধ্য ছিলেন জাপানের হিনাতা মিয়াজাউয়া। আসরের সর্বোচ্চ ৫ গোল দিয়ে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ২৩ বছর বয়সী হিনাতা। সিলভার বুট পেয়েছেন ফ্রান্সের কাদিদিয়াতু ডায়ানি (৪ গোল) আর ব্রোঞ্জ বুট পেয়েছেন জার্মানির আলেকজান্দ্রা পপ (৪ গোল)।
টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন স্পেনের সালমা প্যারালুয়েলো। বদলি হিসেবে নেমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করেছিলেন ১৯ বছর বয়সী এই তারকা।