নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর এলাকায় এক কিলোমিটার জুড়ে সন্ত্রাসী তাণ্ডবের ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) রাতভর এবং সোমবার সকালে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
এর আগে রোববার রাতে ফতুল্লা থানার এএসআই মো: কামাল হোসেন (নিরস্ত্র) ৫৮ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
গত শনিবার রাত ৯টার দিকে হঠাৎ করে সশন্ত্র সন্ত্রাসীরা প্রায় এক কিলোমটিার জুড়ে তাণ্ডব চালায়। এসময় সামনে যাকে পেয়েছে কুপিয়ে জখম করেছে তারা।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়সহ আশপাশের বাড়িঘর, রেস্টুরেন্ট, বাণিজ্যিক কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এসময় পুলিশের একজন এসআইসহ ১২ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এ মামলায় গ্রেফতারদের মধ্যে চারজন সরাসরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম বলেন, এলাকার কেউ বাদি হতে রাজি না হওয়ায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। মামলায় এজাহারনামীয় আসামি রয়েছে ৮ জন এবং অজ্ঞাতনামা আসামি ৪৫-৫০ জন।
ওসি আরো বলেন, ‘এই মামলায় রাতভর অভিযান চালিয়ে ২৯ আসামিকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় যারা জড়িত ছিল তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।’