মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ বার

সম্পূর্ণ ফিট না হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলেননি লিওনেল মেসি। অধিনায়ককে ছাড়াই অবশ্য দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে আলবিসেলেস্তেরা। মঙ্গলবার রাতে লাপাজে স্বাগতিক বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে গোটা ম্যাচে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ৬০ শতাংশ বল দখলে রেখে ১৫টি শটের ৮টি লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির দল। বিপরীতে ৪০ শতাংশ বল দখলে রাখা বলিভিয়া ৪টি শটের ২টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটি করেন এনজো ফার্নান্দেজ। ৪২তম মিনিটে নিকোলাস ত্যাগলিয়াফিকো ব্যবধান বাড়ান। প্রথম দুটি গোলেই অ্যাসিস্ট করেন আনহেল ডি মারিয়া। আর ৮৩তম মিনিটে এজেকুয়েল পালাসিওসের পাসে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন নিকোলাস গঞ্জালেস।

লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৪। এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ব্রাজিল। দুই ম্যাচে পয়েন্টশূন্য বলিভিয়া রয়েছে টেবিলের তলানিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com