রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি স্থানীয় সরকারসহ জাতীয় নির্বাচনে আসে না, তাহলে তারা কীভাবে ক্ষমতায় আসতে চায়? আগামী দিনে নির্বাচন আসবে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেবে। কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে।’
আজ রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলার পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস ও মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকারের সেবা স্থানীয় সরকারের মাধ্যমে জনগণের মধ্যে পৌঁছে দিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সেবা ব্যবস্থা সহজতর করা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে সেবার ব্যবস্থা সহজতর করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, বর্তমান সরকার যাবতীয় সহযোগিতা দিয়ে আসছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ নেতা রবিউল আলম সাবুল।
মেলায় স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান ২০টি স্টলের মাধ্যমে মেলায় অংশ নিয়ে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
এর আগে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। তখন রেলমন্ত্রী র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সদক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।