সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

পাকিস্তান দলের জন্য সুখবর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার

ক্রিকেটারদের সাথে নতুন কেন্দ্রীয় চুক্তিতে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বুধবার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে চার মাসের অচলাবস্থার পর এই চুক্তিতে রাজি হয় পিসিবি। এর ফলে প্রথমবারের মতো আইসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশের একটি অংশ পাবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়েরা।

বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘পিসিবি সফলভাবে খেলোয়াড়দের সাথে একটি তিন বছরের কেন্দ্রীয় চুক্তি করেছে যা ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এই চুক্তিতে মোট ২৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে’।

চুক্তি অনুযায়ী, খেলোয়াড়দের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। অধিনায়ক বাবর আজম, তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং পেস তারকা শাহীন শাহ আফ্রিদি থাকবেন ‘এ’ ক্যাটাগরিতে। তারা মাসিক বেতন পাবেন প্রায় ৪৫ লাখ পাকিস্তানি রুপি যা আগের বেতন থেকে ২০০ শতাংশ বেশি।

ফখর জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ এবং শাদাব খানকে ত্রিশ লক্ষ পাকিস্তানি রুপি বেতনের সাথে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

‘সি’ ক্যাটাগরিতে থাকবেন ইমাদ ওয়াসিম এবং আবদুল্লাহ শফিক। তারা পাবেন ১৫ লাখ রুপি।

এবং সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’ তে আছেন ফাহিম আশরাফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, উসামা মীর এবং জামান খান। তাদের মাসিক বেতন ৭ লাখ ৫০ হাজার রুপি।

এছাড়াও পিসিবি জানিয়েছে, টেস্টের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি ৫০ শতাংশ, একদিনের আন্তর্জাতিকের জন্য ২৫ শতাংশ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১২.৫ শতাংশ বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com