আসছে ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির আগে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর অংশ হিসেবে বুধবার দিবাগত গভীর রাতে দলটির নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কমপক্ষে ৩৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায়ও পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
বিএনপির দেওয়া তথ্যানুযায়ী, গ্রেফতার অন্য নেতারা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানার সাবেক সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীরচর থানাধীন ৫৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, শাহবাগ থানাধীন ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন, মো. আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল, বিপুল, মুগদা থানাধীন ৭নং ওয়ার্ডের বালুরমাঠ ইউনিট বিএনপির সভাপতি মো. সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমার্কেট ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মো. কালাম ও মো. গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪নং ওয়ার্ড (পূর্ব)-এর সহসাধারণ সম্পাদক মো. ববি, শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার ৩৫নং ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫নং ওয়ার্ড বিএনপি সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজি মো. মনিউর রহমান মনির, নিউমার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির দস্য মো. হাশেম।