স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তার কাছে প্রশ্ন ছিল মির্জা ফখরুলকে কোন সুনির্দিষ্ট মামলায় আটক করা হলো?
এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা মিটিং করছিল, তারা যখনই মিটিংয়ে বসছেন তখনই ঘটনাগুলো ঘটছে, তাহলে এ দায় কি তারা এড়াতে পারেন?’
তিনি বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলা, পুলিশের উপর হামলায় তারা উস্কানি দিয়েছে, এ দায় তাদের নিতে হবে। এখন বিচার বিভাগ বাকিটা দেখবে।
এ সময় আসাদুজ্জামান অভিযোগ করেন, নিরাপত্তার জন্য স্থাপিত সমস্ত ক্যামেরাও বিএনপি ভেঙে ফেলেছে যাতে তাদের শনাক্ত করা না যায়।
সূত্র : বিবিসি