নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে তামাশা বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিয়ে আনিসুল হক বলেন, ‘এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। এর কোনো মর্মার্থ নাই। কারণ আদালত তার কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক কর্মকাণ্ড টেনে এনে আদালত বর্জন করা বিএনপির ভুল ও অন্যায়।’
‘৭ তারিখের নির্বাচন তামাশার নির্বাচন’ বিএনপির এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘দেশের জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে। তারা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। দেশের জনগণ তাদের অধিকার সঠিকভাবে ব্যক্ত করবে।যারা (বিএনপি) বলছে- নির্বাচন তামাশার, আসলে তাদের বক্তব্যটাই তামাশা।’
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফী, আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।