শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

ইরানে জোড়া বোমা হামলার দায় স্বীকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭ বার

ইরানের কেরমান শহরে জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। ৪ জানুয়ারি, বৃহস্পতিবার এক বিবৃতিতে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠনটি।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে আইএস জানিয়েছে, ইরানি জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে তাকে সম্মান জানাতে আসা জনতার মধ্যে তাদের আত্মঘাতী স্কোয়াডের দুই জন সদস্য ছিল। এরাই জোড়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।

ইরানের সরকারী বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি তদন্তকারীরা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছেন যে প্রথম বিস্ফোরণটি অন্ততপক্ষে একজন আত্মঘাতী বোমারু এর কাজ ছিল। এছাড়া দ্বিতীয় বিস্ফোরণটি খুব সম্ভবত অন্য আরেকজন আত্মঘাতী বোমা হামলাকারী ঘটিয়েছেন।

৩ জানুয়ারি, বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে ৪ বছর আগে মার্কিন হামলায় নিহত জেনারেল কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে একটি মসজিদ প্রাঙ্গণে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রথমে এই হামলায় নিহতের সংখ্যা শতাধিক বলা হয়েছিল। পরে সংখ্যাটি সংশোধিত করে ৮৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরান সরকার এই বোমা হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। এই হামলায় শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, জেনারেল কাশেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ছিলেন।

সূত্র: দ্য নিউ আরব

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com