সারা বিশ্বে ২০৭টি দেশ ও অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদ তরীতে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের ছোবলে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যে চলছে মৃত্যুর মিছিল। এশিয়ার দেশগুলোতেও হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
আজ রোববার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে ৮৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। খালি চোখে দেখলে হয়তো সংখ্যাটা ভয় পাইয়ে দেওয়ার মতো নয়। তবে এশিয়ার মধ্যে করোনায় মৃত্যুর হারে প্রথমে রয়েছে বাংলাদেশ।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বিশ্বজুড়ে করোনাভাইরাসের হাল—হকিকত মনিটর করছে। ওই ওয়েবসাইট সর্বশেষ যে পরিসংখ্যান দিয়েছে তাতে বাংলাদেশে মৃত্যুর হার ১০.২৩ শতাংশ। যা কিনা উদ্বেগজনক।
ওয়ার্ল্ডোমিটার—এর দেওয়া তথ্য অনুযায়ী, চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৮ শতাংশ। ইতালিতে ১২.৩৩ শতাংশ। যা কিনা বাংলাদেশের মৃত্যুর হারের কাছাকাছি। স্পেনের হারও বাংলাদেশের চেয়ে কম, ৯.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২.৭১ শতাংশ।
এদিকে ওই ওয়েবসাইটের তথ্য মতে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২.৭৬ শতাংশ। পাকিস্তানে ১.৫৬ শতাংশ। এশিয়ার অন্য দুই দেশ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াতে মৃত্যুর হার যথাক্রমে ১.৭৯ ও ১.৬৭ শতাংশ। শ্রীলঙ্কায় মৃত্যুর হার ২.৯৯ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৬৫ হাজার ৬০০ জন।