বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বাংলাদেশি কনস্যুলেট ঘেরাওয়ের চেষ্টা, সংঘর্ষে আহত পুলিশ চলমান অস্থিরতার পেছনে ‘উদ্দেশ্যমূলক ইন্ধন’ দেখছে সেনাবাহিনী জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির বিচারপতিকে ডিম ছুড়ে মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ ইসরাইলের বিরুদ্ধে জয় ঘোষণা হিজবুল্লাহর বাংলাদেশ ইস্যুতে মোদির সাথে কথা বলেছেন জয়শঙ্কর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ আইনজীবী সাইফুল হত্যা : সরাসরি জড়িত ৮, শনাক্ত ১৩ র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

রাতেই ব্যালট বাক্স ভরার অভিযোগ রিজভীর, জবাব দিলেন আইজিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ বার

ঢাকাসহ সারাদেশে উৎসবের আমেজে ভোট চলছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় নির্বাচনের আগের রাতেই নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার যে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারও জবাব দিয়েছেন তিনি।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভীর অভিযোগের জবাবে আইজিপি বলেন, ‘ব্যালট পেপার আজ সকালে ভোটকেন্দ্রে গেছে‌। আপনাদের সামনেই গেছে। এটা তো আপনারাই ভালো বলতে পারবেন, ভোটকেন্দ্রে ব্যালট কখন গেল? যে কেউ এই অভিযোগকে ভিত্তিহীন বলবেন।’

ভোটারদের নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা জানিয়ে তিনি বলেন, ‘ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব ভোটদানে উন্মুখ হয়ে আছেন। আজ তারা উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি সব জায়গাতে ভোটারদের উপস্থিতি আছে। শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। ’

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ভোট প্রদান করা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগে যারা বাধা দেবে, যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। যেকোনো নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমাদের সক্ষমতা রয়েছে।’

‘আমরা দেশবাসীকে আশ্বস্ত ও নিশ্চয়তা দিতে চাই৷ এখনো যারা ভোটকেন্দ্রে আসেননি, আপনারা ভোটকেন্দ্রে আসেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন’, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

ভোটকেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দাবি করে আইজিপি বলেন, ‘আমরা সারাদেশে ভোটকেন্দ্রে ভোটারদের পর্যাপ্ত উপস্থিতির খবর পাচ্ছি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন বা কোনো নাশকতার খবর পান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে খবর দেন অথবা ৯৯৯ এ খবর দিন। আমাদের বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।’

রাজধানীতে কয়টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে জানতে চাইলে বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ ও সাধারণ দুভাগে কেন্দ্র ভাগ করেছি। কিছু গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। তবে সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ’

রাজধানীর মিরপুর পল্লবীতে ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত নিরাপত্তা শৃঙ্খলার মধ্যে কীভাবে ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল জানতে চাইলে আইজিপি বলেন, ‘এটা বিচ্ছিন্ন ঘটনা।’

এ সময়ে উপস্থিত ছিলেন- ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার(অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com