রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

মস্কোর কনসার্ট হল আক্রমণে শতাধিক জীবন রক্ষা করল মুসলিম বালক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩১ বার

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে আক্রমণ হলে শতাধিক জীবন রক্ষা করেছেন মুসলিম কিশোর ইসলাম খলিলভ। তিনি তখন ক্লোকরূমে অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করছিল।

আক্রমণের সময় হলটি যখন আগুনে জ্বলছিল, তখন সেখানে কর্মরত কর্মচারীদের সঠিক পথে প্রস্থানের নির্দেশ করেছিলেন খলিল।

সোমবার ইসলাম খলিলভ এবং অন্যদেরকে শিশু অধিকার বিষয়ক রাশিয়ান কমিশনার অনুষ্ঠানে সাহসিকতার জন্য পদক প্রদান করা হয়। তার বীরত্বপূর্ণ কর্মের প্রশংসা করেন রুশ মুসলমানদের আধ্যাত্মিক নেতা মুফতি শেখ রাভিল গাইনুতদিন।

রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাভিল গায়নুতদিন এই সপ্তাহে জুমার নামাজের সময় ইসলাম খলিলভকে একটি পদক প্রদান করবেন। তিনি রেপার মরগেনসটার্নের প্রশংসার স্মারক হিসেবে খলিলকে ১০ হাজার ৯০০ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

খলিলের পরিবার কিরগিজস্তানের রাশিয়ায় এসে বসতি স্থাপন করেছে। তিনি প্রায় এক বছর ধরে ক্রোকাস সিটি হলে কাজ করছেন।

মেডিক্যাল আউটলেটগুলোকে খলিল জানান, যখন আক্রমণ শুরু হয়েছিল, তখন তিনি ভেবেছিলেন যে কোনো সংস্থা হলটিতে নির্মাণ কাজ করছে। হলের ভেতরে লোকজনকে দৌঁড়াতে দেখে তিনি বললেন যে কিছু একটা হয়েছে। পরে মূল ঘটনা জানতে পেরে নানাজনকে হল থেকে বের হতে সহযোগিতা করেছেন।

সূত্র : ইসলামিক ইনফরমেশন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com