বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, আক্রান্ত ৩০৯

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৩০ বার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে এবং আক্রান্ত ৪৯৯৮ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪২২টি, পরীক্ষা করা হয়েছে ৩৩৩৭টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ৯ জনের মধ্যে পাঁচজন নারী এবং বাকি চারজন পুরুষ। তাদের মধ্যে ঢাকার তিনজন এবং বাকিরা ঢাকার বাইরের।

মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কে জানানো হয়, সাতজনের বয়স ৭০ বছরের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব আছেন একজন।

নাসিমা সুলতানা আরো জানান, দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টি জেলায়ই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।, নতুনভাবে আক্রান্ত হয়েছে বরিশাল ও নাটোর জেলায়। বাদ আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com