বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

৯টি কবিরা গুনাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৩ বার

তায়সাল ইবনে মায়াস রহ: বলেন, আমি যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপকাজ করে বসি যা আমার মতে কবিরা গুনাহের শামিল। আমি তা ইবনে উমার রা:-এর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, তা কী? আমি বললাম, এই এই ব্যাপার। তিনি বলেন, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়।

কবিরা গুনাহ ৯টি :

১. আল্লাহর সাথে শরিক করা;

২. নরহত্যা;

৩. জিহাদের ময়দান থেকে পলায়ন;

৪. সতী-সাধ্বী নারীর বিরুদ্ধে যেনার মিথ্যা অপবাদ রটানো;

৫. সুদ খাওয়া;

৬. ইয়াতিমের মাল আত্মসাৎ করা;

৭. মসজিদে ধর্মদ্রোহী কাজ করা;

৮. ধর্ম নিয়ে উপহাস করা এবং

৯. সন্তানের অসদাচরণ যা মা-বাবার কান্নার কারণ হয়।

ইবনে উমার রা: আমাকে বলেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ! আমি তাই চাই। তিনি বলেন, তোমার মা-বাবা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ! তুমি তার সাথে নম্র ভাষায় কথা বললে এবং তার ভরণপোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাক।

-আল আদাবুল মুফরাদ-৮, তাবারির তাফসির, আবদুর রাযযাক আল-খারাইতির মাসাবিউল আখলাক

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com