বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌ-বাহিনী ও কোস্টগার্ড কাজ শুরু করছে। আজ রবিবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
এর আগে গতকাল শনিবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে। পানির অভাবে রাতে আগুন নেভানোর কাজ স্থগিত রাখে ফায়ার সার্ভিস।
গতকাল বেলা ১১টার দিকে সুন্দরবনে আগুন দেখতে পেয়ে বনকর্মীদের অবহিত করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, আগুনের বিস্তার ঠেকাতে চারদিকে ‘ফায়ার লেন’তৈরি করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী আমাদের সময়কে বলেন, বাগেরহাট ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বন বিভাগের কর্মী ও স্থানীয়রা তাদের সহযোগিতা করছেন।
বনের ভেতর মধু সংগ্রহে যাওয়া মৌয়ালের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) আনিসুর রহমান।