করোনা পরিস্থিতির মোটামুটি উন্নতির প্রেক্ষিতে আবারো খুলে দেয়া হয়েছে ইরানের মসজিদগুলো। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়া প্রায় ৮০ হাজার মানুষ আরোগ্য লাভ করেছে এবং তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর সোমবার জানিয়েছেন, মধ্য ফেব্রুয়ারিতে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে ৭৪ নতুন মৃত্যু নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭।
জাহানপুর আরো জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ২২৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৬৪৭ জনে।
ইরানের এক-তৃতীয়াংশ প্রশাসনিক বিভাগের ১৩২টি মসজিদ খুলে দেয়া হয়েছে। এসব স্থানে করোনার কম ঝুঁকি রয়েছে।
ভাইরাসের ঝুঁকির উপর ভিত্তি করে দেশটি ‘সাদা’, ‘হলুদ’ ও ‘লাল’ হিসেবে বিভিন্ন এলাকাকে চিহ্নিত করেছে।
তবে, মুসল্লিদের মসজিদে যাওয়ার শর্ত হিসেবে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে এবং নামাজের সময় আধা ঘণ্টার বেশি অবস্থান করতে পারবেন না, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : আলজাজিরা