রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

কোটা আন্দোলন : সরকারের দাবি নিহত ১৫০, হাসপাতালের তথ্য ভিন্ন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৪১ বার

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা। ঢাকা ও এর বাইরের দুই ডজনেরও বেশি হাসপাতালের সাথে যোগাযোগ করে এই তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে কেবল ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছেন অন্তত ১৬৫ জন।

বাকিদের মৃত্যু হয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট, মাদারীপুর ও বগুড়ায়।

নিহতদের বড় একটি অংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, মৃত্যুর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আহতদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই বিবিসি বাংলাকে জানিয়েছেন যে আহতদের চাপ সামলাতে গিয়ে নিহতদের সবার হিসাব তারা রাখতে পারেননি। নাম নিবন্ধন করার আগেই স্বজনদের কেউ কেউ লাশ বাড়িতে নিয়ে গেছেন।

তাছাড়া বিবিসি বাংলার পক্ষে সবগুলো হাসপাতালে খোঁজ নেয়া সম্ভবও হয়নি।

এদিকে, পুলিশ ও স্বজনরা আগ্রহ না দেখানোয় মৃতদের উল্লেখযোগ্য একটি অংশের ময়নাতদন্ত হয়নি বলেও হাসপাতালগুলোর কাছ থেকে জানতে পেরেছে বিবিসি।

আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার (২৯ জুলাই) পর্যন্ত সারা দেশে ১৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত ২৬৬ জন মানুষ মারা গেছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা।

এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরেও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে। কেউ বলছে মৃতের সংখ্যা ২১১ জন, আবার কেউ দাবি করছে ১৮৫ জন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com