আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ‘দরবেশ’ উপাধি দিয়েছিলেন আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এরপর গোলাম মাওলা রনি ও সালমান এফ রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তবে এবার সেই রনিই প্রশ্ন তুললেন সালমান এফ রহমানসহ অন্যদের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘সারাদেশে কি হচ্ছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে।’
তিনি লেখেন, ‘জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেপ্তার, আদালতে নেওয়া, লোক লেলিয়ে অপমান করা- এটা মেনে নেওয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।’
পোস্টে রনি কথা বলেন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিয়েও। তিনি লেখেন, ‘মেজর জেনারেল জিয়াউল আহসান কোনো দিন ডিজিএফআইয়ের সঙ্গে ছিলেন না । তাকে বলা হচ্ছে আয়না ঘরের কারিগর । অথচ জেনারেল আকবর, জেনারেল আবেদীন সম্পর্কে টু শব্দটি নেই।’