মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১০৪১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২০৬ বার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে এবং আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৩৭টি, পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১১ জন ও নারী তিনজন। এর মধ্যে ঢাকার ৯ জন। বাকি পাঁচজন চট্টগ্রামের।

তাদের বয়স বিশ্লেষণে ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৩১-৪০ একজন, ২১-৩০ একজন এবং ৭১-৮০ বছরের মধ্যে দুইজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২০১ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬৩ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com