বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে ফরিদপুর চিনিকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২০৪ বার

বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ফরিদপুর চিনিকলের শ্রমিকরা। শনিবার সকাল ৯টা থেকে ঘণ্টাখানেক মিলের প্রধান ফটকে তারা অবস্থান নেন। পরে মিলের শ্রমিক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মোহাম্মদ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।

বক্তাগণ বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিগত তিন মাস যাবত বেতন পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ঈদের আগেই শ্রমিক ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

জানা গেছে, চলতি বছর ফরিদপুর চিনিকলে চার হাজার ৫৪৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত তিন হাজার ৭৬ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে, যার বাজার মূল্য ১৮ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা। আর এই চিনিকলের শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ভাতার টাকার পরিমান প্রায় পাঁচ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com