শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হয়রানি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, এটা লক্ষ্য করা যাচ্ছে যে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করাসহ নানা ধরনের হয়রানির ঘটনা এখনো অব্যাহত রয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, কোনো শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
যে কোনো ধরনের বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।’
সূত্র : ইউএনবি