সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন এম এ মতিন (৭২) মারা গেছেন।
শুক্রবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন সকালেই শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
শনিবার হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা পরীক্ষার জন্য মৃত্যুর আগেই ডা. মতিনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রাত ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশনের উদ্যোগে ডা. এম এ মতিনের দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন কাজে সহযোগীতা করেছে ইসলামী ফাউন্ডেশন।
সূত্র : ইউএনবি