বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বগুড়া সোসাইটির ভুলকাভাত উদযাপন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার

গত ৩ বগুড়া সোসাইটি ইউএসএ ইঙ্কের ভুলকাভাত অনুষ্ঠিত হয়েছে কুন্সের ফ্রান্সিস লুইস পার্কে। সেখানে ৫০০ শতাধিক বগুড়াবাসীসহ প্রবাসের বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী এবং কমিনিটির বিভিন্ন শ্রেণীর নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন্।

বগুড়া সোসাইটির সভাপতি মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় ফিতা কেটে উদ্বোধন করেন সোসাইটির ট্রাষ্টি বোর্ড মেম্বার আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল। খেলাখুলা পরিচালনা করেন একেএম আব্দুর রশিদ। জহুরের নামাজ শেষে রাফেল তালুকদার-এর ’মা’ সহ বিশ্বের সকল মোসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম মান্না।
প্রধান অতিথি ছিলেন ডিষ্ট্রিক্ট এ্যটর্নী এ্যট লার্জ এ্যাটর্নী মইন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রিয়েলটর আদেল বিন ইমানি।
সংগীত পরিবেশনা করেন প্রবাসের জনপ্রীয় সংগীত শিল্পী রায়ান তাজ, কৃঞা তিথি ও মোস্তফা আলমগীর।
আহবায়কের দায়িত্বে ছিলেন তালুকদার শামীম সবুজ, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন গোলাম রব্বানী রাজু,  কোষাধ্যক্ষ ছিলেন জুয়েল আহমেদ ও নাফিউস সাদিক, যুগ্ন আহবায়কের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম রিপন, রাশেদ আল হেলাল রতন, মোঃ হেলাল উদ্দিন (জুনিয়র ব্রঙ্কস), শাপিনুর রহমান, যুগ্ন সদস্য সচিব ছিলেন মুরাদ মোরশেদ হায়দার বিপ্লব, আব্দুর রাকিব খান আরিফ, শফিকুল ইসলাম, লিটন আলী, আপ্যায়নে ছিলেন কামরুজ্জামান লালু, রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, মোঃ আব্দুল মালেক।
প্রধান সন্নয়কারী আলী সৈয়দ টিপু (বীর মুক্তিযোদ্ধা), সমন্বয়কারী ডঃ জাকিরুল ইসলাম, মোহাম্মাদ আলী ও মোস্তফা আলমগীর, সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ সাইফুল ইসলাম (কুইন্স), প্রধান উপদেষ্টা টি এম আব্দুস সালাম, উপদেষ্টা মন্ডলী শাহ আফজাল হোসেন, ওয়াহেদ আলী মন্ডল (বীর মুক্তিযোদ্ধা), ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, একেএম আব্দুর রশিদ, শফিক দেওয়ান, সাইফুল ইসলাম মান্না, মোঃ মর্তুজা আলী বুলবুল, মোঃ হাসান মামুন, এনামুল হক, বিলকিস বানু, শান্ত চৌধুরী, ডঃ শাহজাহান (বীর মুক্তিযোদ্ধা), শফিকুল আলম জাষ্টিস, আনছার আলী শেখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন গোলাম মোস্তফা বাবু পাইকার (বীর মুক্তিযোদ্ধা), সাইফুর রহমান ভান্ডারী (রাজ), নুরুল ইসলাম সাজু, রাইছুল হক, ফারুখ হোসেন মিঠু, রোকুনুজ্জামান নয়ন, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, কাজী আজাদ রহমান সেলিম, হাসনাইন মাহমুদ তুহিন, আব্দুল্লা আল সাদী, বজলুর রহমান আকন্দ, কামরুল হাসান, লিটন আলী, মোঃ আব্দুস সবুর, নাহিদ হায়দার, মোঃ জাহিদুর রহমান, আবুল কে এম ––আজাদ, আলমগীর হোসেন।
উপস্থিত ছিলেন রাষ্টদূত আবুল হোসেন, মেয়র এরিক এ্যাডামসের সাবেক এশিয়ান এ্যডভাইজার ফাহাদ সোলাইমান, অর্থকোন্ঠ পত্রিকার সম্পাদক এনামুল হক এনাম, সপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহম্মাদ সাঈদ, নিউইর্য়ক কাগজ পত্রিকার সম্পাদক মনোয়ারুল ইসলাম, বাংলা পোস্ট পত্রিকার বর্তা সম্পাদক আহমেদ জাবের চৌধুরী।
উপস্থিত ছিলেন প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী , সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাহিত্য সম্পাদক মোঃ আক্তার বাবুল, ও সাবেক নির্বাহী সদস্য ফারহানা চৌধুরী। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম মুনির, এলিট প্রেস্টিজিয়াস ক্লাব নিউইর্য়ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সেক্রেটারী মশিউর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান জিলানী এবং সহ-সভাপতি রুহুল আমীন, বলাকা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পাবনা সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ব্লুগ্রীন ইন্সুরেন্সের সিইও মফিজুর রহমান মফিজ।  অনুষ্ঠানে আকর্শনীয় সব পুরস্কার বিতরন করা হয়, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এবং সাঘারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com