শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

আইসিইউতে নুরুল মজিদের হাতে হ্যান্ডকাফ ছিল না!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার

হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের একটি ছবি গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

অনেকেই দাবি করছেন, ছবিটি তার মৃত্যুর পর বা মৃত্যুর আগমুহূর্তে তোলা। কারও মতে, আইসিইউতেও তিনি হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা নিয়েছেন।

তবে কারা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে এমন ধারণা ভুল। নূরুল মজিদের হাতে হ্যান্ডকাফ পরানো ছবিটি আইসিইউর নয়, বরং হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাধারণ ওয়ার্ডের বেডের। ছবিতে বেডের পাশে কারারক্ষীর উপস্থিতি থেকেই বিষয়টি স্পষ্ট।

কারা সূত্র বলছে, সাবেক শিল্পমন্ত্রীর হাতে জোর করে নয়, বরং আলগাভাবে এক হাতে হাতকড়া রাখা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় বন্দিদের ক্ষেত্রে এটি প্রচলিত নিয়ম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাকে নরসিংদীতে দাফন করা হয়।

ঢামেক হাসপাতালের একাধিক সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে আনা হয় এবং নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুরাতন ভবনের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com