

ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কিংবা ইউরোপে ফেরার জল্পনার অবসান ঘটিয়ে সান্তোসের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জানুয়ারি ২০২৫-এ শৈশবের ক্লাবে ফিরে আসা এই অভিজ্ঞ ফরোয়ার্ড এমন একটি চুক্তিতে সই করতে যাচ্ছেন, যা তাকে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্ব এবং একই বছরের শেষ পর্যন্ত সান্তোসেই রাখবে।
ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া মাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, নেইমার ও সান্তোসের মধ্যে এমন একটি সমঝোতা হয়েছে, যার ফলে তিনি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকবেন। একপর্যায়ে মনে হয়েছিল, ফ্রি এজেন্ট হওয়ার পর ৩৩ বছর বয়সী এই প্লেমেকার নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন।
তবে বর্তমানে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে থাকার সুযোগ থাকায় পরিচিত পরিবেশেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি।
সান্তোস তাদের অধিনায়ক ও দলের প্রাণভোমরাকে ধরে রাখতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দিত। যদিও গ্লোবো জানিয়েছে, নেইমারের মাসিক খরচ ক্লাবটির জন্য “চার বা পাঁচজন নিয়মিত খেলোয়াড়ের সমান।” এর পাশাপাশি তার ইমেজ রাইটস সংক্রান্ত এনআর স্পোর্টসের সঙ্গে আলাদা একটি চুক্তিও রয়েছে, যা তার আয়ের পরিমাণ আরও বাড়ায়।
২০২৫ মৌসুমের শেষটা দারুণভাবে শেষ করেই নতুন চুক্তিতে রাজি হয়েছেন নেইমার। রেলিগেশন শঙ্কা থেকে সান্তোসকে মুক্ত করতে বড় ভূমিকা রাখেন তিনি। নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরার পর সাত ম্যাচে পাঁচ গোল করেন, যার মধ্যে জুভেনতুদের বিপক্ষে একটি হ্যাটট্রিকও রয়েছে।
বিশ্বকাপের বছরে সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই তারকা নতুন করে ক্যারিয়ার শুরু করবেন কি না-এ নিয়ে নিয়মিত প্রশ্ন উঠছিল। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নিয়মিত খেলা যে জরুরি, সেটাও স্পষ্ট।
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার-১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর আর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। তবুও আরেকবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বিশ্বকাপটি ব্রাজিলে ফেরাতে আমরা সবকিছু করব—সম্ভব, এমনকি অসম্ভবও।’
ফাইনালে খেলার প্রসঙ্গে যোগ করেন, ‘যদি আমরা ফাইনালে পৌঁছাই, আমি কথা দিচ্ছি-আমি গোল করব।’
ব্রাজিল কোচ ও সাবেক পিএসজি, এসি মিলান, চেলসি ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফেরার দরজা খোলা রেখেছেন। তবে আবেগের জায়গা থেকে নয়, যোগ্যতার ভিত্তিতেই দল নির্বাচন হবে-এ কথাও স্পষ্ট করেছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘নেইমার নিয়ে কথা বললে অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। আমাদের ব্রাজিলকে নিয়ে ভাবতে হবে-নেইমারকে নিয়ে বা ছাড়াই, অন্য খেলোয়াড়দের নিয়ে বা ছাড়াই।
মার্চের ফিফা উইন্ডোর পর চূড়ান্ত তালিকা করা হবে। আমি বুঝি মানুষ নেইমারকে নিয়ে খুব আগ্রহী। কিন্তু এখন ডিসেম্বর, বিশ্বকাপ জুনে। মে মাসে আমি বিশ্বকাপে যাওয়ার দল নির্বাচন করব। নেইমার যদি যোগ্য হয়, যদি সে ফিট থাকে এবং অন্যদের চেয়ে ভালো হয়, তাহলে সে খেলবে। আমি কারও কাছে ঋণী নই।’
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হলো-নেইমারের বিশ্বকাপ স্বপ্ন এখন সান্তোসেই নতুন করে রূপ নিতে চলেছে।