রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসকদের জন্য বরাদ্দ একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সন্ধ্যায় ওই হাসপাতালের উপ-পরিচালক মামুন মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরিচালক উত্তম কুমার বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি নয়দিন ধরে অসুস্থ। তবে তিনি এখন ভালো আছেন।
তিনি আরো জানান, হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডটি চিকিৎসকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা নেবেন। পরিচালকও সেখানেই ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীসহ অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।