বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

ইরানে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২১৫ বার

ইরানে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশটিতে এবার একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ইরানের সরকারি তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ জুন ১৬২ জনের মৃত্যু দেখেছিল ইরান।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গতকাল রোববার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬০ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জন।

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইরানে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৭১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ১ হাজার ৩৩০ জন।

গোটা বিশ্বে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২১৩ জন। মারা গেছেন ৫ লাখ ৩৬ হাজার ৭৮৭ জন। আর সুস্থ হয়েছেন মোট ৬৫ লাখ ৩৫ হাজার ৯০২ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন।

এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন। মারা গেছেন ৬৪ হাজার ৯০০ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

আক্রান্তে তিন নম্বরে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন, মৃত্যু ১৯ হাজার ৭০০ জনের। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৮৯১ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১, মৃত্যু ১০ হাজার ১৬১ জনের। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৭৫০ জন।

এরপর পর্যায়ক্রমে রয়েছে পেরু, স্পেন, চিলি, যুক্তরাজ্য, মেক্সিকো, ইতালি। তালিকায় ১৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। মারা গেছে ২ হাজার ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৬২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com