মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

নিউইয়র্কে ইকে টেকনোলজি গ্ৰুপ ইনক’র ভিন্ন রকম কমিউনিটি সেবা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৩৮ বার

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় আইটি প্রতিষ্ঠান ইকে টেকনোলজি গ্রæপ ইনক ভিন্ন রকম কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছে। ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং, মোবাইল অ্যাপ ক্রিয়েটিং সহ ইকে টেকনোলজি ডিজিটাল মাকেটিং, ব্যবসায়, শিক্ষা, ভ্রমন সহ বিভিন্ন সেক্টরে আধুনিক টেকনোলজি বান্ধব সেবা দিয়ে যাচ্ছে।

ইকে টেকনোলজি গ্ৰুপ ইনক’র ফাউন্ডার অ্যান্ড ইন্সট্রাকটর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জানান, ইকে টেকনোলজি গ্ৰুপ দীর্ঘদিন যাবত সুনামের সাথে নিউইয়র্ক ও বাংলাদেশে একযোগে আই সিটি সেক্টরে কাজ করে যাচ্ছে। ইকে টেকনোলজি গ্ৰুপ ইনক’র উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে, ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং, মোবাইল অ্যাপ ক্রিয়েটিং, ডিজিটাল এসইও, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, পিওএস সলিউশান, ইভেন্টোরি সিআরএম, বিভিসি, স্কোপেন টেকনোলজি ইত্যাদি। ডিজিটাল মাকেটিং সহ ইকে টেকনোলজি ব্যবহারে সহজে পরিচালনা করা যায় ব্যবসায়, শিক্ষা, ভ্রমন সহ বিভিন্ন সেক্টরে আধুনিক টেকনোলজি বান্ধব কার্যক্রম। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোয়ায় প্রযুক্তিকে সঙ্গে নিয়ে ইকে টেকনোলজি গ্রুপ তাদের সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তাদের রয়েছে সুদক্ষ-প্রশিক্ষিত কর্মী বাহিনী।

ইকে টেকনোলজি গ্ৰুপ ইনক’র ইন্সট্রাকটর ইঞ্জিনিয়ার আব্দুল কাদেও জানান, ইকে টেকনোলজি গ্রুপ ইনক’র রয়েছে নিজস্ব এমন সব ইলেক্ট্রনিক্স ডিভাইস যা সহজ ও স্বচ্ছতার সাথে অফিস কিংবা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য।

ইন্সট্রাকটর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আরো জানান, নিউইয়র্কের ইকে টেকনোলজি গ্ৰুপ ইনক’র তাদের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সর্বদা মানবতার জন্যও কাজ করে যাচ্ছে। ইকে টেকনোলজি গ্রুপ ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি সঙ্গে নিয়ে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ফেস মাস্ক সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গত ৫ জুলাই রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। ইঞ্জিনিয়ার আব্দুল কাদের বলেন, কভিড ১৯ মোকাবেলায় সবার সচেতনতা ই মূল ভূমিকা রাখতে পারে, তাই আতংকিত না হয়ে সচেতন হওয়াই জরুরী।

ইকে টেকনোলজি গ্ৰুপ ইনক’র সাথে যোগাযোগ : ফোন : ৭১৮-৭৯৫-৮৬২৮। | E-mail : aktechny@gmail.com, Web : www.ektechnologygroup.com

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com