যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিলের প্রকোপ ছড়িয়ে করোনাভাইরাসের সংক্রমণ এবার বাড়ছে আফ্রিকা মহাদেশে। এর দেশগুলোতে দ্রুত বাড়ছে করোনার আক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সুবিধাবঞ্চিত এই মহাদেশে এমন সংক্রমণ বাড়ায় শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
সংস্থাটি বলছে, আফ্রিকায় দ্রুত স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আর সে লক্ষ্যে তাদের জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন, ‘আমরা খুবই শঙ্কিত। আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার বিষয়টি আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।‘
‘যেসব দেশে সংক্রমণ বাড়ছে সেগুলোর অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। রয়েছে অন্তঃকোন্দল ও যুদ্ধ। করোনার বিরুদ্ধে লড়তে অনেক দেশেরই জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন’, যোগ করেন মাইক রায়ান।