বগুড়ার কাহালুতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে সবজি বোঝাই একটি ট্রাক থেকে দশটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এ সময় ট্রাকচালক, হেলপার ও এক যাত্রীকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টায় বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার ভাগদুবরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাবু মন্ডলের ছেলে ট্রাকচালক কাবিল হোসেন (৩২), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কার্তিকাহাট গ্রামের আজিজুল হকের ছেলে ট্রাকের সহকারী (হেলপার) সেভেন হোসেন (৩০) জয়পুরহাট সদর উপজেলার ভাতশা লালিপাড়া গ্রামের রফিুকল ইসলামের ছেলে ট্রাকের যাত্রী ছোটন মিয়া (২৪)।
এপিবিএন বগুড়ার অধিনায়ক জয়নুল আবেদীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই পথে বড় একটি অস্ত্রের চালান ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদস্যরা ওই স্থানে ট্রাক তল্লাশি শুরু করে। ’
তিনি বলেন, নওগাঁর বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। ট্রাকে সবজির উপরে বসে ছিলেন যাত্রী ছোটন। তাকে নামিয়ে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দশটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ছোটন ছাড়াও ট্রাকচালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়।’
আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ঢাকা যাওয়ার জন্য সে বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রামে থেকে ওই ট্রাকে উঠেছে। এসময় জনৈক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দিয়ে গাজীপুরে অপর এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকেনে বলে জানান।’
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।