অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে, যা করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা।
এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে।
রোববার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় আরও ৪৫০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ও মৃত্যুর বেশির ভাগই ভিক্টোরিয়া প্রদেশের।
রাজ্যের প্রধান প্রশাসক ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন, মৃতদের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে। অস্ট্রেলিয়ায় এর আগে করোনায় একদিনে এত মানুষের মৃত্যু হয়নি।
দেশটিতে আক্রান্তের সংখ্যা এখনও মাত্র ১৪ হাজার।
অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ চলছে। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা খুব কম হলেও বিষয়টি অনেক উদ্বেগ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। ইউরোপ-আমেরিকা থেকে করোনা মোকাবেলায় অনেকটাই সফল তারা।