শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নামে ১১ বছর ধরে কোরবানি দিচ্ছেন জাবেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২০৮ বার

টাঙ্গাইলের মির্জাপুরে গত ১১ বছর যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিচ্ছেন জাবেদ আলী নামে এক মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার। বাড়ি ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ মেনে চলা জাবেদ গতকাল বুধবার মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, ১৯৬২ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মাধ্যমে তিনি মুজিব আদর্শে দীক্ষিত হন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি মুজিব আদর্শ ত্যাগ করেননি। এজন্য এলাকায় তাকে অনেক নির্যাতনও সইতে হয়েছে।

জাবেদ আলী আরও জানান, ১/১১’র পর শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান তিনি। মানত করেন, শেখ হাসিনা মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতি বছর ঈদুল আজহায় তার নামে পশু কোরবানি দেবেন। সেই থেকে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিয়ে আসছেন তিনি। এবার ৬৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন জাবেদ।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, ‘জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে থাকেন। গত ১১ বছর যাবৎ তাকে দেখছি প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিতে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com