ভারতের দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালুরুগামী একটি বাসে আগুন ধরে যাওয়ায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন। বুধবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এনডিটিভি এ খবর জানিয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ব্যাঙ্গালুরু থেকে ১৬১ কিলোমিটার দূরবর্তী হিরিউর সাব-ডিস্ট্রিক্টের কেআর হ্যালিতে ওই বেসরকারি বাসের ইঞ্জিনে শর্ট সার্টিক থেকে তাতে আগুন ধরে যায়।
ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছে। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।