ভারতের সুপ্রিমকোর্ট এক রায়ে জানিয়েছে, অবিভক্ত হিন্দু পরিবারে সম্পত্তিতে ছেলে ও মেয়ে সমান অংশ পাবে। পারিবারিক সম্মতিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে। দীর্ঘদিন ধরে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছিল হিন্দু মেয়েরা। ঐতিহাসিক এ রায়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত হলো। খবর হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, গত মঙ্গলবার প্রধান বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত জানিয়েছেন, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার (সংশোধিত) আইন অনুসারে অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ, সম্পত্তিতে ছেলেরা যতটুকু অংশীদার, মেয়েরাও ততটুকুই পাবে। রায় অনুসারে, সংশোধনী আইন প্রণয়নের আগে যদি বাবা মারা যান, তা হলেও ছেলেমেয়ের সমানাধিকার প্রযোজ্য হবে। আর যদি মেয়ে মারা যান, তা হলে তার সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করবে।
পর্যবেক্ষকরা জানিয়েছেন, এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর দেশটির শীর্ষ আদালত রায় দিয়েছিলেন, যদি বাবা ও মেয়ে দুজনেই জীবিত থাকেন, তা হলেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। ওই দিনই সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।