স্পেনের রাজধানী মাদ্রিদে বিশাল বিক্ষোভ করেছে মাস্কবিরোধীরা। করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্কের ব্যবহারসহ সরকারের জারি করা অন্যান্য নির্দেশনার বিরুদ্ধে রোববার রাস্তায় নেমে আসেন তারা।
মাদ্রিদের প্লাজা কোলনে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
মে মাসে গণপরিবহণে মাস্কের ব্যবহার ও পরবর্তীতে পুরো দেশে এর ব্যবহার বাধ্যতামূলক করা হলে এর বিরুদ্ধে একটা মনোভাবের প্রকাশ ঘটে।
সবশেষ দেশটির সরকার প্রকাশে ধূমপানে না করাসহ কিছু নিষেধাজ্ঞা জারির দুদিন পর মাদ্রিদে এ বিক্ষোভ দেখান অধিবাসীরা।
গত জুনে তিন মাসের লকডাউন তুলে নেয়ার পর স্পেনে নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। করোনায় দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২৮ হাজার ৬০০’র বেশি মানুষ।
সূত্র : বিবিসি