ঘুমিয়ে ছিলেন এক রুশ নারী। এ অবস্থায় তার মুখ দিয়ে ৪ ফুট লম্বা একটি সাপ ঢুকে পেটের ভেতর চলে গেল, বলতে পারবেন না তিনি। শেষে অপারেশন করে সাপটি তার পেট থেকে বের করে আনা হয়।
ঘটনাটি ঘটেছে রাশিয়ায় ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার একটি গ্রামে। ঘুম থেকে জেগে ওঠার পর ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা শুরু হয় তার। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখা যায়, তার পেটে কিছু একটি রয়েছে। চিকিৎসকরা স্ক্যান করে কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন। দেখতে পান নারীর পেটের ভেতর ৪ ফুট লম্বা সাপটি।
পরে ওই নারীকে চেতনাহীন করে গলায় ক্লিপ নজেল ঢুকিয়ে সাপটি তারা বের করে আনেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘আল বায়ান নিউজ’র টুইটারে ভিডিওটি আপলোড করা হয়েছে।