বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৪০ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫২০ জন। মোট শনাক্ত হলেন তিন লাখ ৭৩ হাজার ১৫১ জন।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৮ জন। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৬৩১ জন।