শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

নির্বাচন কমিশনের লজ্জা নেই : ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১৭০ বার

সরকার নির্বাচনকে তামাশায় পরিণত করেছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন এখন একটি তামাশায় পরিণত হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জনবিচ্ছিন্ন। তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা সরকারকে স্পষ্ট করে বলেছি, আর টালবাহানা করবেন না। পদত্যাগ করুন। অতীতে সকল নির্বাচনকে বাতিল করে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত করুন। এটাই একমাত্র সমাধান।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে- এটা একটা ঠুটো জগন্নাথ। লজ্জা-শরম বলতে কিচ্ছু নাই। ঢাকায় তারা ১০% ভোট বলছে। আমরা মনে করি ৫% ও ভোট পড়ে নাই। বলছে- ভোট সুষ্ঠু হয়েছে। একটা মানুষের তো লজ্জা-শরম-হায়া থাকে, এদের লজ্জা-শরম-হায়াটুকু নেই। অবলীলায় বলে যায়- ভোট সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশনে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি কোথায় নাই, সারা দেশে দুর্নীতি।’

‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচনে যাচ্ছে’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যে জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘কথাটা উনি মিথ্যা বলেননি। এই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ২০১৪ সাল থেকে যখন আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পর থেকে। আপনরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেশের জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, ‍যাতে তাদের পছন্দ মতো মানুষকে ভোট দিতে পারে তার জন্য আপনারা সমস্ত ব্যবস্থা তৈরি করেছেন।’

জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, ‘এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশের মানুষ জেগে উঠতে হবে। আমি আজকে অনেক তরুণ মুখ দেখতে পারছি। এই যুবক-তরুণ-ছাত্রকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। বৃহত্তর আন্দোলনে তাদের নেতৃত্বে পরিবর্তন আসতে হবে, সেই আন্দোলনে মধ্য দিয়ে পরিবর্তন আসবে। আমি আহ্বান জানাতে চাই, সকল দলমত নির্বিশেষে আসুন। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য, মানু্ষের ভোটের অধিকার ফিরে পাবার জন্য। আমাদের স্বাধীনতার চেতনাকে সম্মুন্নত করবার জন্য, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারী একদলীয় সরকার আওয়ামী লীগ যেটা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হটিয়ে সত্যিকার অর্থে একটা জনগনের সরকার প্রতিষ্ঠা করি, যা দিয়ে জনগনের কল্যাণ আসবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন বাতিল ও পুণঃনির্বাচনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি হয়। এই কর্মসূচি সারা দেশের মহানগর ও জেলায় একযোগে হচ্ছে। আগামীকাল মঙ্গলবার হবে উপজেলা-থানায়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় এই সমাবেশে বক্তব্য দেন-বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আবদুল আলিম নকি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com