বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধ বিরতির মধ্যেই আর্মেনিয় বাহিনীর হামলায় নতুন করে আজারবাইজানের ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্মেনিয় বাহিনী আজারবাইজানের বেসামরিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে যুদ্ধ বিরতির মধ্যেই বুধবারের হামলার ঘটনা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে আর্মেনিয়া।
আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের অফিস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আজারবাইজানের জনবহুল অঞ্চল ও একটি নিকটবর্তী বাজারে আঘাত হানলে ২১ বেসামরিক নাগরিক নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হন।
উল্লেখ্য, ১৯৯১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখণ্ড নাগার্নো-কারাবাখ দখল করে নেয়া আর্মেনিয়া। তারপর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। গেল ৩০ বছর ধরে আজারবাইজানের ২০ শতাংশ ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে আর্মেনিয়া।
জাতিসঙ্ঘের বেশ কয়েকটি প্রস্তাবনা এবং অনেক আন্তর্জাতিক সংস্থা আজারবাইজানের ভূখণ্ড ছেড়ে দেয়ার জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি ইয়েরেভান।