ফ্রান্সের লিও শহরের একটি গির্জায় এক যাজকের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে গির্জা বন্ধ করে বাসায় ফেরার সময় ওই যাজকের ওপর একাধিকবার গুলি চালায় এক অস্ত্রধারী যুবক। অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ফরাসি পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নামের ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়।
তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এছাড়া, হামলার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।
এদিকে পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে গির্জা থেকে বাসায় ফেরার সময় সেই যাজকের ওপর দুটি গুলি করে পালিয়ে যায় সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যাজককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, গোটা দেশে যেসব জায়গায় ভিড় বেশি, সেখানে সেনা মোতায়েন করা হবে। তবে বর্তমানে দেশটির উপাসনালয় থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হলেও কীভাবে এমন হামলা হলো, তার উত্তর নেই পুলিশের কাছে।
উল্লেখ্য, শনিবারের এ হামলার মাত্র দু’দিন আগেই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়। এর আগে, চলতি মাসের শুরুর দিকে শিরশ্ছেদ করা হয় বিতর্কিত এক স্কুলশিক্ষকের। তিনি শ্রেণিকক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন।আলজাজিরা